DEEPAK KABRAMiscellaneous Trending News 

অলিম্পিকের ইতিহাসে প্রথমবার বিচারকের ভূমিকায় ভারতীয়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অলিম্পিকের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় স্থান পেলেন জিমন্যাস্টিক্সের বিচারক মণ্ডলীতে। এই ঘটনায় ভারতের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার অভিনন্দন জানান দীপক কাবরাকে। উল্লেখ করা যায়, টোকিও অলিম্পিক শুরু হওয়ার পূর্বে এই ঘটনা ভারতীয় ক্রীড়ামহলে অন্য বার্তা পৌঁছে দিয়েছে। এবারের অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক্সে বিচারকের প্যানেলে স্থান পেয়েছেন ভারতের দীপক কাবরা ৷

সূত্রের খবর, ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল মুম্বইয়ের দীপক কাবরাকে। পাশাপাশি এশিয়ান জিমন্যাস্টিক্স ইউনিয়ন টেকনিক্যাল কমিটির সদস্যও হয়েছেন তিনি ৷ উল্লেখ্য,জিমন্যাস্টিক্সে দীপকের মতো টোকিও অলিম্পিকের শ্যুটিংয়ের বিচারক মণ্ডলীতে স্থান পেলেন ভারতীয় পবন সিং ৷ এটিও অলিম্পিকের ইতিহাসে প্রথমবার ঘটল ৷

Related posts

Leave a Comment