Home Miscellaneous আম্ফান দাপটে ব্যাপক সবজি ফসলের ক্ষয়-ক্ষতি

আম্ফান দাপটে ব্যাপক সবজি ফসলের ক্ষয়-ক্ষতি

7
0
vegitable field
vegitable field

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতি সবজি ফসলের। স্থানীয় সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুটি জেলা থেকেই মূলত কলকাতা ও তদসংলগ্ন এলাকায় সবজির জোগান আসে সবচেয়ে বেশি। দুটি জেলাতেই সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে আম্ফানের প্রভাবে। সবজির সরবরাহ কমলে বাজারে তার কী প্রভাব পড়বে, তা নিয়েই উদ্বিগ্ন রাজ্য সরকার।

আবার কৃষিদপ্তর সূত্রে খবর, দুই ২৪ পরগনায় বোরো ধান সম্পূর্ণ কেটে ফেলা সম্ভব হয়নি। জেলায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আবার কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে মাঠে থাকা সবজির খুবই ক্ষতি হয়েছে। ব্যাপক ঝড়-বৃষ্টির তান্ডবের পর জেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। সন্দেশখালি, বসিরহাট, ভাঙড়, নামখানা সহ ২ জেলায় ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষিদপ্তর। অন্যদিকে, আমের ক্ষয়-ক্ষতিও হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here