কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: “প্রচেষ্টা” প্রকল্পের ফর্ম জমা আপাতত স্থগিত। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশ দাঁড়াতে প্রচেষ্টা প্রকল্পের ঘোষণা করে রাজ্য। সূত্রের খবর, সোমবার ছিল এই প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রথম দিন। এরপর আবেদনপত্র পেশের সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছে অর্থদপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে, বিডিও বা এসডিও অফিস ফর্ম জমা দিতে ভিড় হচ্ছে। লকডাউন পরিস্থিতিতে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত ফর্ম জমা বন্ধ থাকছে। তবে অনলাইনে আবেদন করা যাবে কিনা সেই সংক্রান্ত কোনও নির্দেশ আসেনি।
উল্লেখ্য, মেদিনীপুর কলেক্টরেট, হাওড়ার কয়েকটি ব্লক, বাঁকুড়ার বড়জোড়া, পুরুলিয়া শহর সহ কয়েকটি ব্লকে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। বেশ কয়েকটি জেলায় লাইনে দাঁড়ানো মানুষকে সরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে জানিয়েছে, প্রচেষ্টা বন্ধ হয়নি। একটু সমস্যা চলছে। তা ঠিক করার কাজ চলছে। সূত্রের আরও খবর, এই প্রকল্পের সময়সীমা ছিল ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত। যেসব ব্যক্তিরা সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক পেনশন পাননা সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা “প্রচেষ্টা”-র জন্য আবেদন করতে পারবেন। শ্রমদপ্তরের মাধ্যমে আবেদনকারীর অ্যাকাউন্টে ১ হাজার টাকা এককালীন জমা পড়বে। ওই নির্দেশিকা মেনে ফর্ম জমা দিতে বিভিন্ন ডিএম, এসডিও এবং বিডিও অফিসে ভিড় জমান আবেদনকারীরা।