bengali calender baisakhMiscellaneous 

পঞ্জিকা ও ক্যালেন্ডারে বাঙালি অভ্যস্ত, গৃহস্থের কাছে বিরাট শূন্যতা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পঞ্জিকা ও ক্যালেন্ডারে বাঙালি অভ্যস্ত হয়ে পড়েছে। করোনা সংক্রমণের আবহে এবার বাংলার নতুন বছরের পঞ্জিকা ও ক্যালেন্ডার একপ্রকার অমিল। গৃহস্থরা পড়েছেন মহা সমস্যায়। পঞ্জিকা ও বাংলা ক্যালেন্ডার না পাওয়ায় বিভিন্ন পুজো-পার্বণের পাশাপাশি বিভিন্ন তিথি-নক্ষত্র দেখার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এরফলে এবছর বিভিন্ন গৃহস্থের কাছে বিরাট শূন্যতা তৈরি হয়েছে।

প্রতি বছরই বাংলা নববর্ষ অথবা অক্ষয় তৃতীয়াতে ক্যালেন্ডার হাতে পাওয়া যায়। আবার নানাবিধ সামাজিক অনুষ্ঠানের সময়-ক্ষণ জানতে পঞ্জিকারও প্রয়োজন হয়। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নববর্ষের হালখাতায় বাংলা ক্যালেন্ডার ও এক বাক্স মিষ্টির দেখা মেলেনি। এবারই ব্যতিক্রম ঘটল। আবার শাস্ত্র মেনে গৃহস্থ বাড়িতে বাংলা ক্যালেন্ডার থেকে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা প্রভৃতি তিথি দেখে নেওয়া হয়। পঞ্জিকা থেকে নানা তিথি-নক্ষত্র দেখে নির্দিষ্ট দিনগুলিতে উপবাস করে থাকেন মহিলারা। এছাড়া ব্রত পালন সহ সামাজিক ও মাঙ্গলিক অনুষ্ঠানেও গৃহস্থ মায়েরা এই ক্যালেন্ডারকে হাতিয়ার করেই চলেন।

Related posts

Leave a Comment