Corona Effect-2Miscellaneous 

করোনায় মহিলা আক্রান্তের সংখ্যা কম, বিশ্বে জল্পনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বে করোনায় কম আক্রান্ত মহিলারা। সূত্রের খবর, কোভিড-১৯-এ মহিলারা কম আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুহারও কম। বেশ কিছু সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর জল্পনা বিভিন্ন মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের খবর, নিউইয়র্কে করোনায় মৃতদের ৬১ শতাংশই পুরুষ। অন্যদিকে ইতালির পাবলিক হেলথ রিসার্চ এজেন্সির তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ওই দেশেও করোনায় মৃতের ৭০ শতাংশই পুরুষ। আবার চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিসিডিসি)-এর রিপোর্টেও দেখা গিয়েছে, করোনা সংক্রমণে পুরুষদের মৃত্যুহার ২.৮ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে তা ১.৭ শতাংশ। পাশাপাশি গ্লোবাল হেলথ ফিফটি-ফিফটি সূত্রে জানা গিয়েছে, ডেনমার্কে করোনা পরিস্থিতিতে আক্রান্ত পুরুষের মধ্যে ৫.৭ শতাংশের প্রাণহানি হয়েছে। আবার সংক্রামিত মহিলাদের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ২.৭ শতাংশের। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও সুইডেনের মতো দেশগুলিতে করোনায় মৃতের মধ্যে ৬০ শতাংশই পুরুষ। মহিলা না পুরুষ, কারা সংক্রামিত হচ্ছেন তা নিয়ে জল্পনাও অনেক। বিশেষজ্ঞরা বলছেন, ডেনমার্কে মোট সংক্রামিতের ৫৪ শতাংশ মহিলা ও পুরুষ ৪৬ শতাংশ। আবার সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডে সংক্রামিতের মধ্যে মহিলা ৫৩ শতাংশ ও পুরুষ ৪৭ শতাংশ। ভারতে করোনা আক্রান্তদের মধ্যে পুরুষ প্রায় ৬৪ শতাংশ। বাকি অংশ মহিলা।

Related posts

Leave a Comment