কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি করছে। জানা গিয়েছে, ওই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল একসময় দীঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, ঘূর্ণিঝড় আম্ফান এগিয়ে আসার সম্ভাবনা তৈরি করছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলবর্তী এলাকা দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, আম্ফান-এর এখন যা গতিবিধি, তাতে পশ্চিমবঙ্গের উপকূল হয়ে বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী ১৯ মে থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর আগামী ২০ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, আম্ফানের নামকরণ করেছে তাইল্যান্ড। উত্তর ভারতীয় মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামের তালিকার প্রাথমিক পর্ব শেষ হল। দ্বিতীয় নামের তালিকাও রীতিমতো প্রস্তুত হয়ে গিয়েছে।