CISFCentral Government Government Jobs 

২৪৯ খেলোয়াড় নিচ্ছে সি আই এস এফ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে পদে ২৪৯ জন খেলোয়াড় নিচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে। নিয়োগ হবে স্পোর্টস কোটার শূন্যপদে। নীচের মতো যোগ্যতার ভারতীয় খেলোয়াড়রা আবেদন করতে পারবেন। নেওয়া হবে অ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, জিমনাস্টিক, ফুটবল, হকি, হ্যান্ড বল, জুডো, কব্বাডি, শূটিং, সুইমিং, ভলিবল, ওয়েট লিফটিং, রেসলিং এবং তায়কন্দো ক্রীড়াক্ষেত্র থেকে।

উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং রাজ্য/ জাতীয়/ আন্তর্জাতিক গেমস, স্পোর্টস ও অ্যাথেলটিক্সে প্রতিনিধিত্ব করে পদক জয় করে থাকতে হবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬৭ (তফশিলি উপজাতি হলে ১৬০) সেমি, বুকের ছাতির মাপ ৮১ থেকে ৮৬ সেমি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা অন্তত ১৫৩ সেমি হওয়া চাই। মহিলাদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ প্রযোজ্য নয়। মহিলা ও পুরুষ প্রার্থীদের ওজন বয়স এবং উচ্চতার সঙ্গে মানানসই হতে হবে এবং ১-৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।

দরখাস্তের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এসব প্রার্থীদের থেকে প্রার্থিবাছাই করা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, নথিপত্র যাচাই, ট্রায়াল টেস্ট এবং দক্ষতার পরীক্ষার মাধ্যমে। ডাক্তারি পরীক্ষা হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন https://cisfrectt.in ওয়েবসাইটে। পূরণ করা দরখাস্ত আবেদনের ফি বাবদ ১০০ টাকার পোস্টাল অর্ডার/ স্টেট ব্যাঙ্কের ডিমান্ড সহ পাঠাতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট কাটতে হবে সংশ্লিষ্ট নামে। প্রদেয় হতে হবে সংশ্লিষ্ট পোস্ট অফিস বা স্টেট ব্যাঙ্কের ঠিকানায়। দরখাস্ত পৌঁছনো চাই ৩১ মার্চ, ২০২২, বিকেল ৫টার মধ্যে। নর্থ ইস্ট রিজিয়নের প্রার্থীদের ক্ষেত্রে দরখাস্ত পৌঁছনোর শেষ তারিখ ৭ এপ্রিল, ২০২২, বিকেল ৫টা। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment