কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরীক্ষার খরচ বেঁধে দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের। কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যগুলির উদ্দেশ্যে সর্বোচ্চ আদালত জানিয়েছে, হাসপাতালে ঠিকমতো করোনার চিকিৎসা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি তৈরি করা হোক। আবার করোনা পরিস্থিতিতে চিকিৎসারত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সঠিক সময়ে বেতন ইস্যুতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে সব রাজ্যকে জরুরি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
এক্ষেত্রে আরও বলা হয়েছে, কোনও হাসপাতাল বা প্রতিষ্ঠান করোনার চিকিৎসা পরিষেবায় যুক্তদের সঠিক সময়ে বেতন না দিলে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক শাস্তি দেওয়ার কথাও উল্লেখ করেছে কেন্দ্র। এক্ষেত্রে কারাদণ্ড ও আর্থিক জরিমানার কথাই বলা হয়েছে। মুখ্যসচিবকে কেন্দ্রের এই নির্দেশ পালন করার কথাও বলেছে মন্ত্রক।