Home Miscellaneous রাতের সংঘর্ষে রক্তাক্ত লাদাখ

রাতের সংঘর্ষে রক্তাক্ত লাদাখ

39
0
Siyachen
Siyachen

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম ভারতীয় সেনা পোস্ট। ১৬৬১৪ ফুট উচ্চতায় দৌলতবেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটি।শাইয়োক হয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত নিজের ভূখণ্ডে দৌলৎবেগ ওল্ডি, সিয়াচেন পর্যন্ত রাস্তা নির্মাণ করছে।গালওয়ান উপত্যকার পাস্ দিয়ে এই রাস্তা চলে গেছে।তা নিয়েই আপত্তি চিনের ।মে মাসের শুরুতেই অনুপ্রবেশ ঘটায় চিন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কয়েক কিলোমিটার ভিতরে প্রবেশ করে রীতিমতো ঘাঁটি গেড়ে বসে চিন সেনা। প্যাংগং লেকের কাছে উভয় সেনার মধ্যে ধস্তাধস্তি হয়।তারপর থেকেই দুই দেশের সেনারা বেশ কিছুদিন ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল।৬জুন উভয় দেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বসে।তারপর উভয় দেশের সেনারা পিছিয়ে যায়।১০ জুন আবার ডিভিশনাল কমান্ডার স্তরে দু-দেশের সেনারা বৈঠকে বসে।তা সত্বেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।উভয় দেশের একাধিক সেনা হতাহত হয়েছে বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here