কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে ২ মাসেরও বেশি বন্ধ ছিল বেলুড়মঠ। আগামী ১৫ জুন খুলবে বেলুড়মঠ। সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়ে মূল প্রবেশদ্বার। একটি প্রেস বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ একথা জানিয়েছেন। একই দিনে মঠ ও মিশনের অন্য সব কেন্দ্র খুলে দেওয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, নিয়মবিধি মেনে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। ভক্ত, দর্শনার্থী ও সাধুদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে পদক্ষেপ নিতে উদ্যোগী বেলুড়মঠ কর্তৃপক্ষ। তবে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি দর্শন, আশীর্বাদ লাভ ও ভক্তদের ভোগ খাওয়ানোর বিষয়টি এখনও ঠিক হয়নি বলে বেলুড়মঠ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, দশহরায় বেলুড়মঠে গঙ্গা-আরতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।