Home Miscellaneous “আম্ফান” ঝড়ের সময় ঘরেই থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

“আম্ফান” ঝড়ের সময় ঘরেই থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

36
0
Mamata Bandyopadhay
Mamata Bandyopadhay

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান” ঝড়ের সময় ঘরেই থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে নাগরিকদের তাঁর পরামর্শ- সকালে ঝড় থেমে গেলে বেরিয়ে পড়বেন না। এর লেজের ঝাপটা ফিরে আসে। ওড়িশায় ফণী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রথম ফণীতে বিশেষ ক্ষতি হয়নি। ঝড় থেমে গিয়েছে বলে লোক বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর আবার ঝড় ফিরে এসেছিল। তাতেই অনেক মানুষ মারা যান। সূত্রের খবর, “আম্ফান” প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন মমতা। অন্যদিকে উপকূল লাগোয়া জেলা প্রশাসনকে তাঁর নির্দেশ- সরকারিভাবে ঘোষণা না-করা পর্যন্ত কেউ যাতে বাড়ি থেকে না বেরোন, সে ব্যাপারে থানাগুলিকে লাগাতার প্রচার করতে হবে। ত্রাণ শিবির থেকেও কাউকে ছাড়া না হয়, সেদিকে নজর দেওয়ার কথাও জানান তিনি। আবার যাঁরা মাটির বা অন্য ছোট বাড়িতে থাকেন, তাঁদের অবিলম্বে ত্রাণ শিবির বা ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, “আগে জীবন বাঁচুক। বেঁচে থাকলে জীবিকার ব্যবস্থা হবে। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সারানো যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here