কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: “আম্ফান”মোকাবিলায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাংলায় প্রবল দুর্যোগের আবহে গ্রামীণ এলাকার মানুষকে কাঁচাবাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। নিকটবর্তী স্কুল বা পাকাবাড়িতে থাকতে বলা হয়েছে। আবার ঝড়ের সময় ইলেক্ট্রিকের মেন্ সুইচ বন্ধ রাখতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে লাগতে পারে এমন ওষুধ ,জল ,খাবার ও পোশাক সঙ্গে রাখতে বলা হয়েছে। পাশাপাশি জরুরি জিনিসপত্র জল থেকে বাঁচিয়ে রাখতে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। মোবাইল ও ফোন চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার প্রয়োজনে গৃহপালিত পশুর বাঁধন খুলে দেওয়ার কথাও বলা হয়েছে।