books and examCurret Affairs Education Alerts Exam Preparation Government Jobs Knowledge Update Miscellaneous Teaching Training 

চাকরির পরীক্ষার সাফল্যে চাই ভালো মানের বই

বিভিন্ন চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কিভাবে সাফল্য পাবেন তা নিয়ে দিশেহারা হয়ে উঠেছেন। বেশ কিছু বিষয় প্রথমেই খেয়াল রাখতে হবে। তার মধ্যে অন্যতম হল -ভালো বই সংগ্রহে রাখতে হবে। মনে রাখবেন,বেশ কিছু বই আপনার সঙ্গী হয়ে উঠবে। পরীক্ষার জন্য ভালো বই কিনতে হবে। এই বইগুলি সাফল্যের আগে পর্যন্ত নিত্য সঙ্গী করতেই হবে। সর্ব ভারতীয় পরীক্ষা,রাজ্যের বিভিন্ন সরকারি পরীক্ষা বা বে-সরকারি বিভিন্ন পরীক্ষায় সাফল্য পেতে হলে পরীক্ষা উপযোগী ভালো বই কিনতে হবে। যদি নিজে প্রস্তুতি নিতে চান, তাহলে ভালো বইয়ের খোঁজ-খবর করুন। কোনও প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলেও বিষয় ধরে ধরে ভালো বইয়ের খোঁজ করুন।
পরীক্ষায় কি ধরণের প্রশ্ন এসে থাকে তা জেনে নামী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বইগুলি সংগ্রহ করুন। পরীক্ষা প্রস্তুতিতে অনেক নামী প্রকাশনী সংস্থার বই পাওয়া যায়। কলকাতার কলেজ স্ট্রিট পাড়ায় বইয়ের দোকান রয়েছে। তাঁরা শুধুমাত্র বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বইয়ের সম্ভার রাখে। সেখান থেকে উপযুক্ত মানের বইগুলি সংগ্রহ করুন। খেয়াল রাখবেন,সংগ্রহ করা বইগুলি যেন বিগত কয়েকটি বছরের প্রশ্নপত্র সহ পরীক্ষার উপযুক্ত সিলেবাস অনুযায়ী লিখিত হয়। বইগুলি খুঁটিয়ে দেখে নেবেন। ইংরেজি বা বাংলা যাইহোক না কেন, বইগুলি যেন গুণগত মানে ভালো হয়। আজ এখানেই শেষ করলাম।

Related posts

Leave a Comment