ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নিচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স-২০২২ পরীক্ষার দরখাস্ত নিচ্ছে।
কোর্সগুলি পড়ানো হবে– ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নেওটিয়া ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, জেআইসি ইউনিভার্সিটি।
বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা নির্দিষ্ট শতাংশ হাতে নম্বর পেয়ে থাকলে ও সায়েন্সের বিষয়গুলির প্রতিটিতে পাশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত জানতে পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
প্রার্থীবাছাই হবে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। এই পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ এপ্রিল। থাকবে ২টি পেপার। প্রথম পেপারে থাকবে ম্যাথমেটিক ও দ্বিতীয় পেপারে থাকবে ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ের প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা কেন্দ্রের বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদন করবেন অনলাইনে https://wbjeeb.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারির মধ্যে। ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি এবং ওবিসিদের ক্ষেত্রে ৪০০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

