GumnamiMiscellaneous Trending News 

৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাংলা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় সেরা বাংলা ছবির বিভাগে পর পর ২ বছর জাতীয় পুরস্কারের মঞ্চে পুরস্কৃত। তাঁর ‘এক যে ছিল রাজা’ র পর ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘গুমনামী’ ছবিটিও। পাশাপশি জয়ী হলেন আর এক পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘জেষ্ঠ্যপুত্র’ ছবিটি সেরা চিত্র্যনাট্য পুরস্কার পেয়েছে। কৌশিকের নিজের লেখা এই ছবির চিত্রনাট্য। বাংলার ঝুড়িতে এবার মোট ৪ টি পুরস্কার এসেছে।


এক্ষেত্রে পরপর ২ বার পুরস্কার জয়ের প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে ‘গুমনামী’ ছবিটা তৈরি করা হয়েছে। পাশাপাশি আদালতের স্থগিতাদেশ, খুনের হুমকি ও বিতর্কের সঙ্গে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবির ক্ষতি করার চেষ্টা করেছিল। সেই সব বাধা অতিক্রম করে এই সম্মান পেয়ে ভালোই লাগছে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করেন। পুরস্কার ঘোষণা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ জানিয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মান পাওয়া সত্যিই মূল্যবান। গোটা টিমকে জানাই শুভেচ্ছা। আবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জেষ্ঠ্যপুত্র’ ছবিটি সেরা মৌলিক চিত্রনাট্যের সাথে সেরা আবহ সঙ্গীতের পুরস্কারও পেয়েছে। জানা গিয়েছে, ছবির আবহ সঙ্গীত রচনা করেছেন প্রবুদ্ধ বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুরস্কার পেতে তো ভালোই লাগে। এটা তো আর বাণিজ্যিক ছবি নয়। এই ছবিতে কাজ করে জাতীয় স্তরে স্বীকৃতি পেয়ে খুবই আনন্দিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতেও অভিনয় করেন।

Related posts

Leave a Comment