শ্রদ্ধেয় বিচারক মৃত আশীষ কুমার চক্রবর্তী মহাশয়ের শেষকৃত্য আগামীকাল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ গভীর শোক ও অত্যন্ত শ্রদ্ধার সাথে কলকাতার হাইকোর্টের প্রোটোকল শাখার পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাননীয় বিচারপতি আশিস কুমার চক্রবর্তী আজ ( ৩০/০১/২০২১) শিলিগুড়ির নিওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টারে বেলা ২:২০টায় প্রয়াত হন। সূত্রের খবর, এআই ৭২২ বিমানে মাননীয় বিচারকের মৃতদেহ আগামীকাল প্রায় ১:৩০টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছাবে এবং এরপরে নিউ টাউন স্থিত এভেনিডা প্লট নং১১-জি / ৭, তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে।আগামীকালই বেলা ৫টা নাগাদ কেয়ারাতলা মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
Read More