Jatra UthsobMiscellaneous Trending News 

৩৫ তম যাত্রা উৎসবের শুভযাত্রা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে বাজল যাত্রার দামামা। সূচনা হল ৩৫ তম যাত্রা উৎসবের শুভযাত্রাও। যা চলবে টানা একমাস ব্যাপী। স্বাভাবিক ভাবেই খুশি যাত্রাপাড়া। উল্লেখ্য, করোনা আবহে প্রায় এক বছর ধরে কার্যত বন্ধ ছিল এই শিল্প। শিল্পী থেকে সহশিল্পী, প্রযোজক থেকে পরিচালক সবাই অনিশ্চয়তায় ভুগছিলেন। সেই দুর্ভোগের কালো মেঘ কাটল।পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সভাপতি সমীর সেন ও যুগ্ম-সম্পাদক রূপকুমার ঘোষ এবিষয়ে জানিয়েছেন, করোনা বিধি মেনেই চলবে এক মাসের এই উৎসব। উল্লেখ করা যায়, চৈতন্যদেবের আমল থেকে ক্রমশ বিবর্তন হয়েছে এই শিল্পের। যা আজও গ্রামবাংলায় চল রয়েছে। এই অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট ব্যক্তি ও যাত্রাশিল্পের প্রবীণ শিল্পীরাও।

Related posts

Leave a Comment