NTPC LimitedCentral Government Government Jobs 

ন্যাশনাল থার্মাল পাওয়ারে নানা পদে ১৪৪

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাইনিং ওভারম্যান, ম্যাগাজিন ইনচার্জ, মেকানিক্যাল সুপারভাইজর সহ আরও অন্যান্য পদে ১৪৪ জনকে নিচ্ছে এনটিপিসি লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন, সহযোগী প্রতিষ্ঠান এনটিপিসি মাইনিং লিমিটেডে। নিয়োগ হবে প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে, কয়লা খনিতে। চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে। উল্লেখ্য, প্রতিবন্ধীদের জন্য কোনও সংরক্ষণ নেই।

মাইনিং ওভারম্যান: শূন্যপদ ৬৭টি। ম্যাগাজিন ইনচার্জ: শূন্যপদ ৯টি। মেকানিক্যাল সুপারভাইজর: শূন্যপদ ২৮টি। ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর: শূন্যপদ ২৬টি। ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: শূন্যপদ ৮টি। জুনিয়র মাইন সার্ভেয়র: শূন্যপদ ৩টি। মাইনিং সর্দার: শূন্যপদ ৩টি। নিয়োগ হবে পাকরি বারওয়াদি, চটি বড়িয়াতু, কেরান্দারি, দুলাঙ্গা, তালাইপল্লী, বাদাম কায়লাখনিতে।

পদ অনুযায়ী প্রার্থীদের রেগুলারে সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমাধারী হতে হবে। অন্তত ৬০ শতাংশ (তফশিলি হলে অন্তত পাস মার্ক) পেয়ে থাকতে হবে। সঙ্গে পদ অনুয়ায়ী ওভারম্যান’স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, স্বীকৃত ইনস্টিটিউটের বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট, খনির ইনস্টলেশন কভার করা বৈধ ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, বৈধ ওভারম্যান/ ফোরম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, সার্ভেয়র্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ইত্যাদি থাকতে হবে। মাইনিং সর্দার পদের ক্ষেত্রে অন্তত পাস মার্ক নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে কয়লার জন্য ডিজিএমএস প্রদত্ত বৈধ মাইনিং সর্দার্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে এবং ডিজিএমএস স্বীকৃত ইনস্টিটিউটের বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে। ৫-৮-২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। কেবল ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর।

মাইনিং সর্দার পদের মাইনে মাসে থোক ৪০,০০০ টাকা। বাকি সব পদের মাইনে মাসে থোক ৫০,০০০ টাকা। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা, থাকার সুবিধা, চিকিৎসা খরচ ইত্যাদি।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। পসময় ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ২ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫ নম্বর। স্কিল টেস্টে সফল হলে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-র নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আবেদনে ফি বাবদ সাধারণ, ইডব্লুএস, ওবিসি (এনসিএল) প্রার্থীদের জন্য ৩০০ টাকা। তফশিলি, প্রাক্তন সমরকর্মী, তৃতীয় লিঙ্গ ও মহিলা প্রার্থীদের এবং প্রোজেক্ট অ্যাফেক্টেড পার্সন/ জমিহারা প্রার্থীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে careers.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকা চাই। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং NML/01/2024. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment