কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট পদে ১৩১ (অসং ৬৮, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩৫) জনকে নিচ্ছে যোধপুর এইমসে। নিয়োগ হবে ১ বছরের চুক্তিভিত্তিতে। তবে চুক্তির মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। মনে রাখবেন, একজন প্রার্থী কেবলমাত্র একটি ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনের এমডি/ এমএস/ ডিএনবি/ এমএসসি/ এমডিএস/ ডিএম অথবা কেমিস্ট্রি মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
বয়স ও মাইনে: বয়স হতে হবে ১৪-৭-২০২০ তারিখের হিসেবে ৪৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১৮,৭৫০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,৬০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে মাল্টিপল চয়েজ টাইপের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে http://www.aiimsjodhpur.edu.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলিদের ক্ষেত্রে ৮০০) টাকা। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশনের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: Dean (Academics)/06/SR/2020-AIIMS.JDH. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করুন– রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে