স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১০৪০ স্পেশ্যালিস্ট অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পেস্যালিস্ট ক্যাডার অফিসার পদে ১০৪০ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ৫ বছরের চুক্তিতে নিয়োগ হবে ব্যাকলগ এবং রেগুলার শূন্যপদে। প্রথম বছরটি প্রবেশনে থাকতে হবে। শূন্যপদের সংখ্যা কমতে বা বাড়তে পারে।
নিয়োগ হবে সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড, সাপোর্ট), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি, বিজনেস), রিলেশনশিপ ম্যানেজার, ভিপি ওয়েলথ, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড), রিজিওনাল হেড, ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট এবং ইনভেস্টমেন্ট অফিসারের পদে। এইসব পদের পারিশ্রমিক, শিক্ষাগত যোগ্যতা, বাঞ্ছনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানার আছে। তথ্য পাবেন ওয়েবসাইটে।
প্রার্থিবাছাই হবে প্রাথমিকভাবে আবেদনপত্রের তথ্যের ভিত্তিতে এবং চূড়ান্তভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রাথমিক বাছাই করবে ব্যাঙ্ক দ্বারা গঠিত শর্টলিস্টিং কমিটি। ১০০ নম্বরের ইন্টারভিউয়ের সময় CTC নেগোসিয়েশন হবে। কত নম্বর পেলে ইন্টারভিউয়ে সফল হবেন তা নির্ধারণ করবে ব্যাঙ্ক। শেষে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ সাধারণ এবং ইডব্লুএস প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা। তফসিলি/ ওবিসি/ প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি/ ইন্টিমেশন চার্জ দিতে হবে না। ফি দেবেন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে। অনলাইন পেমেন্ট ট্রানজাকশন চার্জ অতিরিক্ত। ফি পেমেন্ট সফল হলে ই-রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে রাখবেন। অনলাইন আবেদন করার সময় নির্ধারিত প্রমাণপত্রগুলির স্ক্যান আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড লিখে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO/2024-25/09. অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.co.in/। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোডকরতে ক্লিক করুন: এখানে

