Home Miscellaneous ৫২ প্যারামেডিক্যাল স্টাফ (ট্রেনি) নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে

৫২ প্যারামেডিক্যাল স্টাফ (ট্রেনি) নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে

26
0

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট প্রভৃতি পদে ৫২ জনকে নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে।
উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ ও সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১০ টি পদের মধ্যে কিছু পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের জন্যও সংরক্ষণ আছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স বিষয়ের হিসাব করতে হবে ১০ মার্চের সাপেক্ষে।
জুনিয়র টেকনিশিয়ান (ইসিজি) (ট্রেনি), জুনিয়র টেকনিশিয়ান (ইইজি) (ট্রেনি), টেকনিশিয়ান (ট্রেনি) (ডেন্টাল), অডিওমেট্রি টেকনিশিয়ান (ট্রেনি) পদের বেসিক পে ২৯,৪৬০.৩০ টাকা। ৩ বছরের ট্রেনিং। বাকি সব পদের বেসিক পে ৩১,৮৫২. ৫৬ টাকা এবং ট্রেনিং ১ বছরের।
১০-৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিময় অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা নেই।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ মার্চ। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সম্ভাব্য ১৫ মার্চ থেকে। প্রতিটি পদের জন্য পৃথক লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের পরীক্ষার উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। প্রশ্নপত্রের পার্ট-এ -তে থাকবে ৭০ নম্বরের টেকনিক্যাল সেকশনের প্রশ্ন এবং পার্ট-বি -তে থাকবে ৩০ নম্বরের জেনারেল প্রশ্ন। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের (হিন্দি/ ইংরিজি)। উত্তর করতে হবে ওএমআর শীটে। নেগেটিভ মার্কিং নেই। সিলেবাস পাবেন নীচে বলা ওয়েবসাইটে। পরীক্ষা হবে মধ্যপ্রদেশের সিনগ্রাউলি এবং উত্তর প্রদেশের সোনেভদ্র জেলার বিভিন্ন কেন্দ্রে। ফল প্রকাশিত হবে ওয়েবসাইটে।
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন www.nclcil.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে।এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। দরখাস্ত করার প্রথম ধাপে করতে হবে রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপে ফি পেমেন্ট, তৃতীয় ধাপে অ্যাপ্লাই (আবেদন করবেন) এবং চতুর্থ ধাপে সঠিক ও সম্পূর্ণভাবে পূরণ করা দরখাস্ত সাবমিশন। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন রেফারেন্স নং NCL/HQ/PD/Manpower/DR/2019-20/109. আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here