ভোটের দামামা বাজতেই কপালে ভাঁজ রাজ্যের পড়ুয়াদের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গত শুক্রবার ভোটের দামামা বাজতেই কপালে ভাঁজ রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়াদের। চূড়ান্ত পরীক্ষার আগে পড়ুয়ারা আদৌ ক্লাস করার সুযোগ পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। যদিও বা পান তবে তা হাতে গোনা কয়েকটি দিন বলে মনে করছেন ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই প্রায় ১ বছর বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন। তার ওপর ঘোষণা অনুযায়ী রাজ্যে ৮ দফার ভোট হবে ২৯ এপ্রিল পর্যন্ত এবং ভোটের ফলপ্রকাশ হবে ২ মে। এরপরই ১৫ মে থেকে ৩০ জুন অবধি চলবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি। এরফলে ৯ আগস্ট চূড়ান্ত পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা কত দিন ক্লাসের সুযোগ পাবেন তা নিয়েই ধন্দ।
তবে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন সেমিস্টারের ক্লাস অনলাইনে চলছে। এইসব সেমিস্টারের পড়ুয়াদের পরীক্ষা হওয়ার কথা ছিল ৮ থেকে ২৬ মার্চ। ভোট শুরু হলেও বাকি সেমিস্টারের অনলাইন ক্লাস চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি ভোটের ফলপ্রকাশের পর ক্লাস শুরু করার কথা ভাবার প্রসঙ্গেও জানিয়েছে শিক্ষা দপ্তর।