কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনে সবংয়ের মাদুর শিল্পের বাজার স্তব্ধ হয়েছে। ক্ষতিগ্রস্তরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। কেবলমাত্র দেশেই নয়, গোটা বিশ্বের দরবারে খ্যাতি রয়েছে সবংয়ের মাদুর শিল্পের। করোনা সংক্রমণের পরিস্থিতিতে ২ মাসেই মুখ থুবড়ে পড়েছে এই শিল্প। স্থানীয় সূত্রে খবর, এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষের রুটি-রুজির একমাত্র সম্বল বলতে মাদুর শিল্প।
বর্তমান পরিস্থিতিতে এই শিল্পের যাবতীয় কারবার বন্ধ। প্রায় পৌনে ২ লক্ষ মানুষের দারুণ দুর্দশা। অন্নসংস্থান করতেই হিমশিম খাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের গোটা সবং ব্লক এবং পটাশপুর, পিংলা ও নারায়ণগড়ের বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। পাশাপাশি মাদুরকাটির চাষ, বুনন ও কেনাবেচা, সবমিলিয়ে বহু মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল।
সবংয়ের প্রায় ২ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জুড়ে ও জড়িয়ে রয়েছে। বিপর্যস্ত পরিস্থিতিতে দুর্গত পরিবারগুলিকে বাঁচাতে সবং মাদুর ব্যবসায়ী সমিতি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।