শিক্ষক-শিক্ষিকাদের বদলির পোর্টাল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উৎসশ্রী-র বিজ্ঞপ্তি। সূত্রের খবর, শিক্ষক-শিক্ষিকাদের বদলির পোর্টাল উৎসশ্রী উদ্বোধনের পর এই পোর্টাল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা দফতর। এক্ষেত্রে শিক্ষকদের একাংশের বক্তব্য, ইতিমধ্যে এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি রেকমেন্ডেশন লেটার বা সুপারিশ পত্রও দেওয়া শুরু হয়েছে। উল্লেখ করা যায়, এই বদলির পোর্টাল ঘিরে বিভিন্ন জটিলতাও তৈরি হয়েছে। এক্ষেত্রে শিক্ষকরা দাবি করেছেন, উৎসশ্রী পোর্টালের জটিলতা কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে উদ্যোগী হতে হবে। এ বিষয়ে বিস্তারিত ও সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ করার দাবিও জানানো হয়েছে।