student successEducation Alerts Knowledge Update Miscellaneous Teaching 

জীবনের সাফল্যে

সময়ের বদল ঘটেছে। চাকরির বাজারেও ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে। এই সময় ছাত্র-ছাত্রীদের অনেকটাই সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে এই কারণেই বলছি,কেরিয়ার গড়ার বিষয়ে। চাকরির বাজার খুব ভালো নয় বলেই এই বার্তাটা দেওয়া। শিক্ষার্থীদের বেশ কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি সাফল্যের বিষয়টি মাথায় রেখেই। অভিভাবক,শিক্ষক-শিক্ষিকারা মতামত দিয়ে সমৃদ্ধ করতে পারেন। বর্তমান সময়ে স্কুলের পড়াশুনা শেষ করেই কোনও হাতের কাজের বিষয়ে মন দেওয়াটা জরুরি। সাধারণ ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিএ,এমএ পাশ করে কেরিয়ার গড়তে গেলে অনেক সময় চলে যাবে।

উপযুক্ত কেরিয়ার গড়ে তুলতে নাও পারেন। এখন চাকরির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা। তাই আপনাকে কোনও বিশেষ স্ট্রিমে দক্ষতা বাড়িয়ে রাখাটা জরুরি। সেটা একেবারে ছাত্র অবস্থাতেই করতে হবে। মাথায় রাখতে হবে, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেরিয়ার গড়তে যাওয়া ঠিক হবে না। যোগ্যতার বিষয়টিও মাথায় রাখতে হবে। মনে রাখবেন,পড়াশুনার পাশাপাশি হাতের কাজ জানা ব্যক্তির চাহিদা রয়েছে। ভবিষ্যত জীবনে সাফল্য পেতে হলে বাস্তবতা মেনে চলুন। প্রতিযোগিতার এই বাজার কয়েক বছর আগেও ছিল না। সফলতার জন্য নিজেকে প্রতিযোগিতার বাজারে তৈরি করুন।

Related posts

Leave a Comment