Home Miscellaneous মুরগির মাংসের অগ্নিমূল্য রুখতে আসরে টাস্ক ফোর্স

মুরগির মাংসের অগ্নিমূল্য রুখতে আসরে টাস্ক ফোর্স

8
0
Chiken Soap
Chiken Soap

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মুরগির মাংসের অগ্নিমূল্য রুখতে ময়দানে নামতে চলেছে টাস্ক ফোর্স। সূত্রের খবর, রাজ্য সরকারের “হরিণঘাটা মিট”-এ প্রতি কেজি কাটা মুরগি মাংসের দাম মাত্র ১৪০ টাকা। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। এখন গড়ে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির মাংস খেতেও নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এবার মুরগির দাম নিয়ন্ত্রণ করার জন্য টাস্ক ফোর্স আসরে নামছে। এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

পাশাপাশি দাম কমানোর জন্য রাজ্যের পোলট্রি ফেডারেশনকেও সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে প্রথমদিকে মুরগির মাংস থেকে করোনা ছড়ায় এই গুজবে অনেকেই মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাটা মুরগির মাংসের দাম ৬০-৭০ টাকায় নেমে গিয়েছিল। এরপর মুরগির মাংসের দাম ২৫০-২৮০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যাও বাড়ে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নেওয়া হচ্ছে। দাম কমানোর বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here