Home Miscellaneous ফিরছে না মালিয়ে, আবার আইনি জটিলতা

ফিরছে না মালিয়ে, আবার আইনি জটিলতা

22
0
vijay maliya
vijay maliya

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইনি জট কাটেনি। এখনই হচ্ছে না মালিয়ার প্রত্যর্পণ। সূত্রের খবর, লন্ডন হাইকোর্ট প্রত্যপর্ণের নির্দেশ দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে ব্রিটিশ সুপ্রিমকোর্টে বিজয় মালিয়ার আবেদনও খারিজ হয়। এরপর ঋণখেলাপি এই ব্যবসায়ীকে ভারতে ফেরানোর বিষয়টি উজ্জ্বল হয়। এরপর আবারও জটিলতা বাড়ে। ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, মালিয়ার প্রত্যর্পণ নিয়ে অন্য একটি আইনি ইস্যু রয়েছে। তা সমাধান না হওয়া পর্যন্ত ভারতে পাঠানো সম্ভব হবে না।

ব্রিটিশ হাইকমিশন অবশ্য আইনি ইস্যুটি প্রকাশ্যে আনেনি। ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, প্রত্যর্পণের বিরুদ্ধে মালিয়ার করা আবেদন খারিজ হয়ে গিয়েছে গত মাসে। তবে এই বিষয়ে আরও একটি আইনি ইস্যু রয়েছে। এক্ষেত্রে ব্রিটিশ আইন অনুযায়ী প্রত্যর্পণের আগে সেটি সমাধান হওয়া প্রয়োজন। তবে কতটা সময় লাগবে তা জানানো যাচ্ছে না। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here