Home Education Alerts শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য নয়া ভেন্টিলেটর

শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য নয়া ভেন্টিলেটর

6
0
bag valve mask ventilation
bag valve mask ventilation

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের অভাব তৈরি হচ্ছে গোটা বিশ্বেই। ভেন্টিলেটরের চাহিদা বাড়ছে। টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয় স্বয়ংক্রিয় ভেন্টিলেটর তৈরি করল। শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য এই ভেন্টিলেটর তৈরি খরচও কম। যার নাম “ব্যাগ ভালভ মাস্ক” (বিভিএম)। জানা গিয়েছে, টেক্সাসের রাইস বিশ্ববিদ্যালয় ও কানাডার মেট্রিক টেকনোলজিস যৌথভাবে এটি গড়ে তুলেছে। ব্যাগ ভালভ মাস্ক তৈরির খরচ ৩০০ ডলারেরও কম। অনলাইনে বিশ্বের যে কোনও জায়গায় এটি পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনাও চলছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণা দলের সদস্য ওয়েটার গ্রিন জানিয়েছেন, এটি স্বয়ংক্রিয় এবং ইলেক্ট্রিক চালিত। তবে এটি গুরুতর অসুস্থ মানুষের জন্য নয়। শ্বাসযন্ত্রে সমস্যা থাকলে ভাল কাজ দেবে। রোগী গুরুতর অবস্থা কাটিয়ে উঠলেই এই মাস্কের সাহায্যে রোগীকে রাখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here