Home Miscellaneous আটকে পড়া মানুষদের নবদিগন্তের সাহায্য

আটকে পড়া মানুষদের নবদিগন্তের সাহায্য

29
0
Nabadiganta
Nabadiganta

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের জেরে লকডাউন পর্বে কার্যত স্তব্ধ ৫ নম্বর সেক্টরে তথ্য-প্রযুক্তি শিল্পতালুক। সূত্রের খবর, খাবার দোকান থেকে শুরু করে নির্মাণকাজ সবই বন্ধ। বিপর্যস্ত পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু মানুষ। জানা গিয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন শিল্পতালুকের প্রশাসনিক সংস্থা নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষ। সূত্রের আরও খবর, প্রতিদিন দু-বেলা রান্না করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে প্রায় ৪৫০ জন শ্রমিক ও হকারদের কাছে। লকডাউন ওঠা পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, কাজ বন্ধ হয়ে যাওয়ায় খুব সমস্যায় ছিলেন শ্রমিকরা। দু-বেলা খাবার পেয়ে সমস্যা অনেকটাই মিটেছে বলেও জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here