result and serviceCourse Education Alerts Exam Preparation Knowledge Update Miscellaneous 

“মাল্টি স্কিলড” কর্মীদের এখন চাহিদা

এখনকার চাকরির বাজারে বদল এসেছে। বর্তমানে পরিস্থিতি অনেক পরিবর্তন এসেছে। জীবনে সাফল্যের জন্য মার্কশিটের ভালো নম্বর সব কিছু নয়। এটাই এখন একমাত্র মাপকাঠি নয়। গোটা বিশ্বে চাকরির বাজারটা ভিন্ন পথে চলেছে আগের মতো আর নেই। “মাল্টি স্কিলড” কর্মীদের এখন চাহিদা বেশি। পুঁথিগত বিদ্যা থাকলেই শুধু হবে না। নিজেকে দক্ষ করে তুলতে হবে। বিভিন্ন বিষয়ে পারদর্শী না হলে স্কুল-কলেজে ভালো রেজাল্ট করেও সফল হতে পারবেন না চাকরির বাজারে। স্কুল পর্যায়ে প্রথম থেকেই পড়াশুনার সঙ্গে সঙ্গেই কোনও একটি বিষয়ে দক্ষতা বাড়িয়ে নিতে পারলে বাড়তি সুবিধা পাবেন। মনে রাখবেন,এখন কাজের বাজারে তীব্র প্রতিযোগিতা।

আর মাথায় রাখবেন,সেরা হতে চাইলে অন্যদের থেকে এগিয়ে রাখতে হবে। দক্ষতা প্রমাণ করতে না পারলে দুরন্ত রেজাল্ট করেও সফলতা পাবেন না। আর এটাও মনে রাখবেন,কাজের জায়গাতে ছোট্ট ভুলগুলি খুবই ক্ষতি করতে পারে। মেধাবী পড়ুয়াদের অনেক পিছনে ফেলে দিতে পারে ছোট ছোট ভুলগুলি। তাই নিজের ভালো লাগা চিনতে শিখে বিষয় নির্বাচিত করবেন। যা থেকে আপনি সফল হতে পারবেন। এখন পড়াশুনার সাথে সাথে স্কিলড বেসড কোর্স খুবই জরুরি হয়ে পড়েছে। অনেকে আবার স্কুল-কলেজে রেজাল্ট ভালো হয়নি বলে হতাশ হয়ে পড়েন। এমনটা ভাবার কোনও দরকার নেই। নিজের ভালো লাগার বিষয়ে আরও দক্ষ করে তুলুন নিজেকে,তাহলেই সাফল্য পাবেন।

Related posts

Leave a Comment