দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বিএসপিজি-র চিঠি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এবার দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানের অনুমতি না থাকায় গভীর সঙ্কটে শিল্পীমহল। নবান্ন সূত্রে বলা হয়েছে, মণ্ডপের চারপাশে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
সূত্রের খবর, বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ড (বিএসপিজি)- এর শিল্পী এবং সদস্যরা এই বিষয়টি নিয়ে রাজ্যের সংস্কৃতি দপ্তরে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী টুইটারে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রাথমিকভাবে যে বার্তা দিয়েছিলেন তাতে শিল্পীমহল যথেষ্ট খুশি হয়েছিল। তবে পরবর্তী-সময় পুজো সংক্রান্ত নির্দেশিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে নবান্ন।