Home Miscellaneous কলকাতা-শিলং উড়ান পরিষেবা

কলকাতা-শিলং উড়ান পরিষেবা

35
0
indigo
indigo

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহ কাটিয়ে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। বিমান পরিষেবাও অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। অন্যদিকে ট্রেন চলাচলও প্রায় স্বাভাবিক। এই পরিস্থিতিতে কলকাতা-শিলংয়ের সরাসরি বিমান পরিষেবা আবারও চালু করা হচ্ছে। সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি থেকে এয়ারলাইন্স সংস্থা ইন্ডিগো কলকাতা-শিলং রুটে বিমান চালানো শুরু করবে। উল্লেখ করা যায়, করোনার পরিস্থিতির কারণে কলকাতা-শিলং রুটটি দীর্ঘ ১০ ​​মাসের জন্য বন্ধ ছিল। এরপর শিলং থেকে দিল্লির বিমান পরিষেবা শুরু হয়েছিল। কলকাতা থেকেও পরিষেবা চালু করা হচ্ছে। এক্ষেত্রে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শিলং থেকেও যাওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের স্লট অনুমোদন রয়েছে। তারা সেকারণেই বিমান পরিষেবা শুরু করে। সূত্রের আরও খবর, টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে ১ ফেব্রুয়ারির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here