কলকাতা পুরসভার ছুটির তালিকা ঘোষণা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা পুরসভা আগামী বছরের সরকারি ছুটির তালিকা ঘোষণা করেছে। এই সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২৯ দিন ছুটি পাবেন পুর কর্মচারীরা। যার মধ্যে রয়েছে এনআই অ্যাক্ট অনুযায়ী ২২ দিন এবং রাজ্য সরকারি ছুটি হিসেবে আরও ৭ দিন ছুটি পাওয়া যাবে। এক্ষেত্রে আরও জানা যায়, নতুন বছরের ছুটির নির্ঘন্ট অনুযায়ী এক সপ্তাহ পাওয়া যাবে শারদোৎসবের ছুটি।