১১ জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১১ জুলাই চলতি বছরের রাজ্য জয়েন্ট (ইঞ্জিনিয়ারিং) প্রবেশিকা পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানিয়েছে। ২৩ ফেব্রুয়ারী থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে অনলাইন আবেদন পর্ব। বোর্ড সূত্রে আরও খবর, ফি জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনে কোনও তথ্য ভুল হলে ২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রয়োজনীয় সংশোধন করার পর কনফার্মেশন পেজটি ডাউনলোড করার সময় দেওয়া হবে।
এছাড়াও ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ থাকছে। এবিষয়ে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে ১০০ নম্বরের গণিত পরীক্ষা। মোট প্রশ্ন সংখ্যা ৭৫টি। এক ঘন্টার বিরতি থাকবে। এরপর দুপুর ২টো থেকে শুরু হবে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা। তা চলবে বিকাল ৪টে পর্যন্ত। প্রশ্ন থাকবে ৪০টি করে। বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি এবং যাবতীয় নিয়মাবলি বিশদে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে www.wbjeeb.nic.in এই ওয়েবসাইটে।