কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দ্বাদশের ফল নিয়ে জল্পনা বেড়েছে। এরপর শীর্ষ আদালতের নির্দেশ। সূত্রের খবর, ১০ দিনের মধ্যে মূল্যায়নের নির্দিষ্ট পদ্ধতি ঘোষণা করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের জন্য দেশের সব বোর্ডকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ বোর্ড পরীক্ষা নেওয়ার ঘোষণা করার পর কোর্ট ভর্ৎসনা করেছে বলে খবর। পরবর্তীতে পরীক্ষা বন্ধের ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০ জুলাই মাধ্যমিক ও ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।