BharatMiscellaneous Trending News 

ভারতের ৭৩ তম গ্র্যান্ডমাস্টার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভারতের ৭৩ তম গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব করল ১৪ বছর বয়সী ভরত সুব্রক্ষণ্যম। চেন্নাইয়ের বাসিন্দা ইতালির ক্যাটোলিকায় দাবা প্রতিযোগিতায় সপ্তম স্থানে শেষ করে তৃতীয় এবং শেষ জিএম নর্ম পেল। চার প্রতিযোগির সঙ্গে ৯ রাউন্ডে ৬.৫ পয়েন্ট অর্জন করেছে সে। পাশাপাশি ২৫০০ এলো পয়েন্টও অর্জন করে চেন্নাইয়ের এই কিশোর দাবাড়ু। ভরত এই প্রতিযোগিতায় ৬ টি ম্যাচ জয়ী হয়েছে।

Related posts

Leave a Comment