Earthquake-2Miscellaneous 

প্রবল ভূমিকম্পে কাঁপল তুরস্ক-গ্রিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও গ্রিস। এই কম্পনের ফলে প্রশাসনিকভাবে মৃতের সংখ্যা জানানো হয়েছে ১৪। সূত্রের খবর, তুরস্কের পশ্চিম উপকূলে ইজমির ও গ্রিসের সামোস শহর প্রবল ভূমিকম্পে কাঁপল। তুরস্কেই এই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা বলা হচ্ছে ৪০০ জন। প্রশাসনিক সূত্রের আরও খবর, কম্পনের উৎসস্থল গ্রিসের নিয়ন কার্লোভাসিয়ন শহরের ভূ-স্তরের ১৪ কিলোমিটার নিচে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭। এর জেরে এশিয়ান সাগরে সুনামি হয়েছে বলেও খবর। এখনও ক্ষয়-ক্ষতির সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment