মাধ্যমিক শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির দাবি : স্মারকলিপি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বদলি সংক্রান্ত ৮ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে। সূত্রের খবর, শিক্ষা বিভাগের প্রধান সচিব, স্কুল শিক্ষা কমিশনার সহ যুগ্মসচিবের কার্যালয়েও স্মারকলিপি জমা দেওয়া হয়। এক্ষেত্রে আপস বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে একই পে স্কেলের শিক্ষক-শিক্ষিকাদের আবেদনের সুযোগ দেওয়া হোক বলে দাবিও জানানো হয়েছে।
পাশাপাশি সমঝোতা স্থানান্তর বা মিউচুয়াল ট্রান্সফার ক্ষেত্রে একই বেতন স্কেলের শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হবে বলেও দাবি করা হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, বেতন স্কেল যদি অনার্স বা স্নাতকোত্তর হয়, তবে তাঁরা সাধারণ বিভাগে বা এইচএস বিভাগে রয়েছে কিনা তা যাচাই না করা হয়। আবার মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে নর্মাল সেকশনের বিজ্ঞান বিভাগে শিক্ষকদের ম্যাচিংয়ের সমস্যা নির্মূল করা, একচেটিয়া পারস্পরিক স্থানান্তরের সুযোগ প্রদান, ৩ জনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার শুরু করা এবং প্রশিক্ষণার্থীদের স্থানান্তর ব্যবস্থা প্রবর্তন ও দাবিও করা হয়েছে লাইব্রেরিয়ানদের বদলির জন্য।