IncomeBank/Rail Miscellaneous Trending News 

ঋণ বাড়ছে কমছে সঞ্চয়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে মানুষের ব্যক্তিগত ঋণ যেমন বেড়ে গিয়েছে, তেমনি কমে গিয়েছে সঞ্চয়। করোনায় বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে। আয় কমেছে লক্ষ লক্ষ পরিবারের। এক্ষেত্রে ঋণের পরিমান বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, সাধারণ মানুষের পরিবারের ব্যক্তিগত ঋণের পরিমান যেমন বাড়ছে, তেমনই টাকা জমানোর প্রবণতা কমেছে। আরবিআই সূত্রে খবর, মোট ঋণের বাজার হিসাবে তার ৫১.৫ শতাংশ রয়েছে ব্যক্তিগত ঋণ। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এমন তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, গত বছর এই সময়ের তুলনায় ১৩০ বেসিস পয়েন্ট বেড়েছে। উল্লেখ করা যায়, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি’র ৩৭.১ শতাংশ ব্যক্তিগত ঋণের দখলে রয়েছে।

আরবিআই সূত্রে আরও জানা গিয়েছে, টাকা জমানোর ক্ষেত্রে এপ্রিল থেকে জুন পর্যন্ত আর্থিক বছরের প্রথম ৩ মাসে অন্যেকটাই সাফল্য এসেছিল। সঞ্চয়ের অঙ্ক জিডিপি’র ২১ শতাংশ সেই সময় দখলে রেখেছিল। পরবর্তী ৩ মাসে তা নেমে গিয়ে দাঁড়িয়েছে ১০.৪ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৮ সালে বিশ্বে যখন আর্থিক মন্দা শুরু হয়েছিল তখন ঋণ ও সঞ্চয়ের এমনই প্রভাব পড়েছিল।

Related posts

Leave a Comment