Coppa ItaliaMiscellaneous 

জুভেন্তাসকে পরাজিত করে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন নাপোলি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জুভেন্তাসকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন নাপোলি। দীর্ঘ ১৮ বছরের ফুটবল কেরিয়ারে টানা ২ বার খেতাব নির্ণায়ক ম্যাচে পরাজিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সূত্রের খবর, জুভেন্তাসের জার্সিতে গত বছর ডিসেম্বরে সুপার কোপায় লাজ্জিওর কাছে হার। এরপর কোপা ইতালিয়া ফাইনালে ব্যর্থ হলেন পর্তুগিজ তারকা। জানা গিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য থাকার পর টাই-ব্রেকারে ৪-২ ফলাফলে জিতে ষষ্ঠ কোপা ইতালিয়া খেতাব জয় করল নাপোলি।

Related posts

Leave a Comment