Home Miscellaneous চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় ক্ষতির মুখে তাদের সাইবার ব্যবসা

চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় ক্ষতির মুখে তাদের সাইবার ব্যবসা

3
0
chinese app
chinese app

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ভারতের চাপে দিশেহারা চিনা সাইবার বাণিজ্য সংস্থা। লাদাখ উত্তেজনার আবহে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। সেই তালিকায় রয়েছে বাইট ড্যান্সের তৈরি টিকটক, হ্যালো, ভিগো ভিডিও। চিনা অ্যাপ নিষিদ্ধ করার ডাকে সাড়া দিয়ে অনেকেই টিকটক বন্ধ করেছেন। সরকারি ভাবে চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার কারণে চীনের সাইবার বাণিজ্য পড়েছে মহাফাঁপরে। টিকটকের নির্মাতা বাইট ড্যান্সারের কপালে পড়েছে হাত। বলা হয়েছে, ভারতে টিকটক ব্যান করার ফলে তাঁদের ক্ষতি হতে পারে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারত মনে করছে সুরক্ষার দিক দিয়ে দেখলে, মনে করা হচ্ছে, এই অ্যাপগুলি মোটেই নিরাপদ নয়। গ্লোবাল টাইমসের সূত্রের খবর, এখনও পর্যন্ত বাইট ড্যান্স ভারতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। এই অ্যাপ বন্ধ হয়ে গেলে তাঁদের ক্ষতি হবে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। ৫৯ টি অ্যাপের সম্মিলিত ক্ষতির পরিমাণের থেকে এই একটি সংস্থার ক্ষতির পরিমাণ বেশি হবে। ২০১৯ সালে ভারতে টিকটক ৩২৩ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। ভারতে নিষিদ্ধ হওয়ার আগে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪৫ মিলিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here