কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চাকরির আশ্বাসে বিদেশে গিয়ে প্রতারিত হলেন উত্তরপ্রদেশের উন্নাউরের ৪০ বছর বয়সী এক যুবক। মোটা টাকা বেতনের প্রলোভনে দুমাস আগে দালাল মারফৎ ওই যুবক পৌঁছে যান দুবাইয়ে। এরপর শুরু হয় যন্ত্রনাক্লিষ্ট জীবন। দুমাস ধরে রাস্তায় শুয়ে-খেয়ে চরম কষ্টে কাটাতে হয়েছে। এমনকী ফুরিয়ে যায় নিজের হাতে রাখা সব টাকাও। প্রতিশ্রুতি মতো চাকরিতো পাননি, উলটে খরচ হয়েছে গাঁটের সব টাকা। শেষে দেশে ফেরার টিকিট কাটার অর্থটুকুও ছিল না। শেষ পর্যন্ত দেশে ফিরতে মরিয়া ওই যুবকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয় এক ব্যক্তির। ওই ব্যক্তি প্রস্তাব দেন, দেশে ফিরতে চাইলে টিকিটের বন্দোবস্ত করে দেওয়া হবে। পরিবর্তে চাকরির সন্ধানে দুবাই যাওয়া ওই যুবককে একটি বৈদ্যুতিক তারের রোল নিয়ে যেতে হবে। এই প্রস্তাবে রাজি হয়ে যান ওই বেকার যুবক। বুধবার কলকাতায় নামতেই বিমানবন্দর থেকে ধরা পড়ে গেলেন শুল্ক অফিসারদের হাতে। এরপর দেখা গেল, ওই যুবকের কাছে থাকা তারের রোলটি আসলে সোনার। তার ওপরে ছিল রুপোর মোড়ক। রুপোর মোড়কের ওপরে আবার প্লাস্টিকের মোড়ক লাগিয়ে বিদ্যুতের তারের মতো তৈরি করা। জানা গিয়েছে, ৮১৫.৭ গ্রাম ওই সোনার বাজার দর ৩৬ লক্ষ ৩৮ হাজার টাকা। দালালদের প্রলোভনের ফাঁদে পড়ে এমনই প্রতারিত হওয়ার ঘটনা ঘটছে আকছার। কাজকেরিয়ারে তুলে ধরা হল তারই একঝলক।