ব্যাঙ্কিং পরিষেবার খুঁটিনাটি জেনে নিন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ কর্তা জানিয়েছিলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তির পরে গ্রাহকদের স্বার্থ ক্ষুন্ন হবে না। তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উল্লেখ করা যায়,দেশের সাধারণ মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে আনতে উদ্যোগী সরকার। এক্ষেত্রে অভিযোগ, করোনার আবহে যেখানে মানুষ অসহায় ও দুঃস্থ সেখানে ন্যূনতম জমা বাড়ানো এবং তা জমা না থাকলে টাকা কাটায় ক্ষোভ বেড়েছে বিভিন্ন মহলে। এই অবস্থায় ব্যাঙ্ক বিমুখ হওয়ার সম্ভাবনা বেড়েছে গ্রাহকদের। এক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ, অনেক গ্রাহক জানেন না সেভিংসে মিনিমাম ব্যালান্স বেড়েছে। আবার অনেক ক্ষেত্রে সেভিংসে টাকা নতুন সীমার নিচে নামলেই কেটে নেওয়া হচ্ছে জরিমানা। একদিকে কম সুদে সাধারণ মানুষ টাকা রাখতে বাধ্য হচ্ছেন অন্যদিকে টাকা তুলতে গেলেও সমস্যা বাড়ছে। অসুবিধা হচ্ছে প্রবীণ নাগরিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা।
এ বিষয়ে আরও জানানো হয়েছে, ইউবিআই -এ আগে ন্যূনতম জমা ছিল ১ হাজার টাকা। সংযুক্তির পরে তা বেড়ে হয়েছে ২ হাজার টাকা। ওবিসি-তেও ন্যূনতম জমা ছিল ১ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ২ হাজার টাকা। আবার এলাহাবাদ ব্যাঙ্কে ১ হাজার টাকাটা ২৫০০ টাকা হয়েছে সংযুক্তির পরে। অন্যদিকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী পিএনবি-র সঙ্গে মিশে গিয়েছে ইউবিআই ও ওবিসি। পাশাপাশি ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হল এলাহাবাদ ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে সঙ্গতি রেখে বেড়েছে এলাহাবাদ ব্যাঙ্কে গ্রাহকদের ন্যূনতম জমাও। সব মিলিয়ে জেরবার গ্রাহকরা।

