কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ১১ মাস অতিক্রান্ত। সূত্রের খবর , নিজেদের প্রাপ্য বোনাস এবং প্রাইজ মানি পাননি বাংলাদেশ ক্রিকেটাররা ৷ এবার সেই টাকা পেতে চলেছেন ক্রিকেটাররা। উল্লেখ্য,বিশ্বকাপে প্রতি ম্যাচে জয়ের জন্য ক্রিকেটারদের ৪০ হাজার ডলার করে পাওয়ার কথা ছিল। সেই হিসাব অনুযায়ী, ৩টি জয়ের জন্য বাংলাদেশ খেলোয়াড়দের প্রাপ্য এক লাখ ২০ হাজার ডলার। উল্লেখ করা যায়, গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে ছিল বাংলাদেশ ৷ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি নঈমুর রহমান দুর্জয় ক্রিকেটারদের প্রাইজ মানি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়। খেলোয়াড়দের দাবির বিষয়টি কোয়াব ও বিসিবির মধ্যে আলোচনার পর পুরস্কারের অর্থ দিতে রাজি হয়েছে বোর্ড। এখন সব মিলিয়ে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা পেতে চলেছেন প্রায় দু’কোটি টাকা।