গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স পুনর্নবীকরণ প্রক্রিয়া সরল করা হয়েছে। উল্লেখ করা যায়, রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ অটো এমিশন টেস্টিং সেন্টার বা এইটিসি রয়েছে। বিভিন্ন পেট্রল পাম্পে এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রগুলি দেখা যায়। এবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (পিসিবি) ওইগুলিকে ছাড়পত্র দিল। প্রসঙ্গত, ধোঁয়া পরীক্ষা কেন্দ্রগুলির লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেলে তা পুনর্নবীকরণ ও ২ বছরের ছাড়পত্র– সবটাই পিসিবি অনুমোদন করে থাকে।
করোনা পরিস্থিতিতে পিসিবি-র আধিকারিকরা প্রায় দীর্ঘ ৪ মাস ধরে ওই কেন্দ্রগুলিতে যেতে পারেননি। এক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবহণ দপ্তরকে বিকল্প উপায়ে ওই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রগুলির লাইসেন্সের মেয়াদ বাড়ানোর কথা বলে। এরপর তারই ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে অস্থায়ীভাবে এই অনুমতি দেওয়া হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির (আরটিও) অধীনে থাকা এইটিসি-র জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র মূল্যায়ণ করে দেখার পর অস্থায়ী অনুমতি দেবে তারাই।

