অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অফিসার নিয়োগ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রেড-এ অফিসার পদে ৯১ জনকে নিচ্ছে ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ (এনএবিএআরডি)-এ।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস – আরডিবিএস): শূন্যপদ ৮৫টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লিগ্যাল সার্ভিস): শূন্যপদ ২টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি সার্ভিস): শূন্যপদ ৪টি।
প্রার্থীদের যে কোনও বিষয়ের ব্যাচেলর ডিগ্রিধারী/ পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি, এমবিএ/ পিজিডিএম/ সিএ/ সিএস/ সিএমএ/ আইসিডব্লিউএ বা স্বীকৃত পিএইচ.ডি. ডিগ্রিধারী, যে কোনও ডিসিপ্লিনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ব্যাচেলর ডিগ্রিধারী, যে কোনও ডিসিপ্লিনে কোম্পানি সেক্রেটারি ব্যাচেলর ডিগ্রিধারী, বিবিএ (ফিনান্স/ ব্যাঙ্কিং) বা বিএমএস (ফিনান্স/ ব্যাঙ্কিং) ইত্যদি ডিগ্রিধারী হতে হবে। ০১-০৭-২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে মোটামুটিভাবে ৪৪,৫০০ – ৮৯,১৫০ টাকা।
প্রার্থিবাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানার আছে। এসব তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে।
আবেদনের ফি তফশিলি/ প্রতিবন্ধীদের জন্য ১৫০ টাকা। বাকি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
আবেদন করবেন অনলাইনে www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ নভেম্বরের মধ্যে। সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

