Abhishek BanerjeeMiscellaneous Trending News 

‘রশ্মি রকেট’ ছবিতে এবার অভিষেক

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে মুক্তি পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত ওয়েবসিরিজ ‘পাতাললোক’। বলিউড ইন্ডাস্ট্রিতে স্বল্প সময়েই তাঁর অভিনয় প্রতিভা বিকশিত হয়। নিজের পরিচিতি গড়ে নিতে পড়েছেন খড়্গপুরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আকর্ষ খুরানা পরিচালিত ‘রশ্মি রকেট’ ছবিতে এবার অভিষেককে দেখা যাবে এক নতুন ভূমিকায়। জানা যায়,এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। একজন রানারের চরিত্রে তাঁকে দেখা যাবে। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ছবিটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। অনেকদিন পর একটা বেশ অন্যরকমের চরিত্র পেলাম।ছবিটায় আরও অনেক চমক লুকিয়ে আছে, যেটা দর্শকদের পছন্দ হবে।’ নভেম্বর নাগাদ এই ছবির শুটিং হওয়ার সম্ভাবনা।

Related posts

Leave a Comment