উত্তর দিনাজপুরে ২২৬ আশা কর্মী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২২৬ আশা কর্মী নিচ্ছে উত্তর দিনাজপুরের চোপরা, ইসলামপুর, গোলপোখর-১, গোলপোখর-২ ও করণদিঘি ব্লকের অধীনস্থ ৫৭টি গ্রাম পঞ্চায়েতে।
যে গ্রামের আশা কর্মী পদে নির্বাচিত করা হবে প্রার্থীকে সেই একই গ্রামের বাসিন্দা হতে হবে। মাধ্যমিক/ দশম পর্যন্ত পড়া, বিবাহবিচ্ছেদ হওয়া বা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ হলে বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে মাধ্যমিকের নম্বরই বিবেচনা করা হবে। ২৯-১২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ (তফশিলি হলে ২২) থেকে ৪০ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে (সফল বা অসফল) মাধ্যমিক/ সমতুল পাশের নম্বর এবং ইন্টারভিউয়এ পাওয়া নম্বরের ভিত্তিতে।
আবেদন করতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে। আবেদনের বয়ান uttardinajpur.nic.in ওয়েবসাইট থেকে এ-৪ মাপের সাদা কাগজে ডাউনলোড করে নিতে পারবেন। একজন প্রার্থী ১টি মাত্র দরখাস্ত জমা করবেন। দরখাস্ত পূরণের প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পাবেন সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার্স/ জিপি অফিস/ বিপিএইচসি -তে।
সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে এসবের স্ব-প্রত্যয়িত জেরক্স — বাসিন্দা প্রমাণপত্র (ভোটার কার্ড/ রেশন কার্ড), (সফল বা অসফল) মাধ্যমিক/ সমতুলের মূল মার্কশিট, তফশিলি সার্টিফিকেট এবং (গ্রেড-ওয়ান এবং গ্রেড-টু সেলফ হেলপ গ্রুপের মেম্বার/ প্রশিক্ষিত দাসী/ লিঙ্ক ওয়ার্কার হলে) অভিজ্ঞতার সার্টিফিকেট।
যাবতীয় প্রমাণপত্রাদি সহ দরখাস্ত (এডি সহ) স্পীড/ রেজিস্টার্ড পোস্টে পাঠাবেন এই ঠিকানায়: To The Member Secretary, ASHA Selection Committee, Office of the Block Development Officer, ………………. Block (শূন্যস্থানে সংশ্লিষ্ট ব্লকের নাম লিখবেন), PO ………………………, Dist. Uttar Dinajpur, West Bengal, PIN…………………। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন “APPLICAT|ON FOR THE POST OF ASHA”। পৌঁছনো চাই ৩১ জানুয়ারির মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট uttardinajpur.nic.in
দরখাস্তের বয়ান সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

