EngineersEngineering State Government 

মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটিতে ৮

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সার্ভেয়র, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ৮ জনকে নিচ্ছে মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটিতে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশন।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রি। বয়স ১৮-৩৬ বছর। মাইনে লেভেল-১৬ অনুযায়ী।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। বয়স ১৮-৩৬ বছর। মাইনে লেভেল-১২ অনুযায়ী।

সার্ভেয়র: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক ও সার্ভেয়র সার্টিফিকেট অথবা সার্ভে/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। বয়স ১৮-৩৯ বছর। মাইনে লেভেল-৯ অনুযায়ী।

ড্রাফটসম্যান: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক সঙ্গে আর্কিটেকচার/ সিভিল ড্রাফটসম্যানশিপের ডিপ্লোমা। বয়স ১৮-৩৯ বছর। মাইনে লেভেল-৯ অনুযায়ী।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। মাধ্যমিক ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান সঙ্গে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে মিনিটে ২০টি শব্দের গতি। বয়স ১৮-৪০ বছর। মাইনে লেভেল-৬ অনুযায়ী।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ২টি। মাধ্যমিক ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট। বয়স ১৮-৪০ বছর। মাইনে লেভেল-৬ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার: শূন্যপদ ১টি। টাউন প্ল্যানিং/ সিটি প্ল্যানিং/ আরবান প্ল্যানিং/ হাউসিং প্ল্যানিং/ কান্ট্রি প্ল্যানিং/ রুরাল প্ল্যানিং/ ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং/ রিজিওনাল প্ল্যানিং/ ট্রান্সপোর্ট প্ল্যানিং/ এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ১ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮-৩৬ বছর। মাইনে লেভেল-১৬ অনুযায়ী।

আবেদন করবেন অনলাইনে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে, ৪ নভেম্বরের মধ্যে। ফি বাবদ দিতে হবে ২২০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭০) টাকা। ফি দেবেন ডাউনলোড করা চালানের মাধ্যমে, ৬ নভেম্বরের মধ্যে। তবে চালান জেনারেট করতে হবে ৪ নভেম্বরের মধ্যেই। জমা দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে কোনও শাখায় এই অ্যাকাউন্ট নম্বরে: 0088010367936. সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ফাইনাল সাবমিশন করবেন ৮ নভেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 3 of 2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment