Loksabha-3Miscellaneous 

শ্রম বিল পাশ হল বিরোধী-শূন্য লোকসভায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিরোধীহীন লোকসভায় পাশ হল শ্রম বিল। সূত্রের খবর, এক্ষেত্রে বিরোধীপক্ষের অভিযোগ, শ্রমবিধির মতো বিতর্কিত ও সুদূরপ্রসারী প্রভাবের এই বিল বিরোধী-শূন্য লোকসভায় পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যায়, রাজ্যসভায় গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে ও বিতর্কিত জোড়া কৃষি বিল ফিরিয়ে নেওয়ার দাবিতে লোকসভা কক্ষ ছেড়ে যান বিরোধীপক্ষ। সূত্রের আরও খবর, ওই বিরোধী-শূন্য কক্ষেই তিন শ্রমবিধি নিয়ে আলোচনা পর্ব চলে ৩ ঘন্টার মতো।

ঐতিহাসিক বিল আনার বিষয়ে প্রশস্তি করলেন সরকার পক্ষের সাংসদরা। অন্যদিকে সরব হলেন বিরোধীপক্ষ। এক্ষেত্রে বলা হয়েছে, বিধি এতটাই বিতর্কিত যে, সমর্থন জুগিয়েও অবাধ কর্মী ছাঁটাইয়ের রাস্তা প্রশস্ত হওয়া, স্থায়ী চাকরি কমে যাওয়া-সহ শ্রমিকদের স্বার্থে আঘাতের বিষয়ে প্রশ্ন তুলেছেন একাধিক শরিক দল। এক্ষেত্রে বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য ফেলে না-রেখে পাশ হয়েছে তিন বিধি। এক্ষেত্রে আরও জানা যায়, সংস্কারের লক্ষ্যে ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টি বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক বলে বাতিল করে কেন্দ্র।

আবার বাকি ২৯টিকে নিয়ে আসতে চলেছে ৪টি শ্রমবিধিতে। উল্লেখ্য, গত বছর লোকসভা ও রাজ্যসভায় মজুরিবিধি পাশ হয়েছে। লোকসভায় আলোচনার বিষয় ছিল বাকি ৩টির। যার মধ্যে রয়েছে শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধির বিষয়। এই সংক্রান্ত বিষয়ে বিরোধীপক্ষের অভিযোগ, নতুন শিক্ষানীতি তৈরি ও প্রয়োগের জন্য করোনার আবহ বেছে নিয়েছে এই সরকার। কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কারের পথে হাঁটার জন্যও এই সময়কে বেছেছে কেন্দ্র।

Related posts

Leave a Comment